রায়গঞ্জ

অযোধ্যায় রাম মন্দিরের জন্য টাকা দিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী

বিগত কয়েকদিন আগেই রাম মন্দির নির্মাণের জন্য ট্রাস্টের হাতে অর্থ তুলে দিয়েছিলেন ব্যবসায়ী কৃষ্ণ কল্যানী। এবারে সেই মন্দিরের জন্য টাকা দিলেন রায়গঞ্জের সাংসদ।

 

Bengal Live রায়গঞ্জঃ রামমন্দির নির্মাণে ২ লক্ষ ১১ হাজার টাকা দান করলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী৷ বৃহস্পতিবার রাম মন্দির কর্তৃপক্ষের হাতে দুই লক্ষ ১১ হাজার টাকার চেক তুলে দিলেন দেবশ্রী চৌধুরী।

কয়েকদিন আগেই রায়গঞ্জের অন্যতম শিল্পপতি কৃষ্ণ কল্যানী মন্দির নির্মাণের জন্য ২ লক্ষ ১ হাজার টাকার চেক তুলে দিয়েছিলেন মন্দির নির্মাণকারী ট্রাস্টের হাতে। এবার রায়গঞ্জের সাংসদ মন্দির নির্মাণের জন্য অর্থ দান করলেন।

চেক তুলে দেওয়ার পর এদিন দেবশ্রী চৌধুরী বলেন, আমাদের দুটো তিনটে প্রজন্ম এই রাম মন্দির নির্মাণের জন্য লড়াই করে গেছেন। ভারতীয় সংস্কৃতির সম্মানের সৌধ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে এই মন্দির। তাই রাম মন্দির নির্মাণের জন্য সকলকে আর্থিক সাহায্য করার আহ্বান জানাচ্ছি।

Related News

Back to top button