চাকরির দাবিতে অনশনে বসার হুমকি দিলেন প্রাক্তন কেএলও সদস্যরা
দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। আর তার আগে চাকরির দাবিতে অনশনে বসার হুঁশিয়ারি প্রাক্তন কেএলও-দের।
Bengal Live মালদাঃ মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মত স্পেশাল হোম গার্ডে চাকরি না মেলায় এবারে আন্দোলনে নামতে চলেছেন প্রাক্তন KLO লিংক ম্যানরা। মঙ্গলবার থেকে জেলার হবিবপুর, বামনগোলা, গাজোল সহ একাধিক ব্লকের প্রায় ১৩০ জন সদস্য অনশনে বসতে চলেছেন। এই বিষয়ে সোমবার শতাধিক কেএলও লিংক ম্যান মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে জমায়েত হয়ে অনশনে বসার কথা জানান সংবাদমাধ্যমে।
এই বিষয়ে দুলাল বর্মন, হরিশ চন্দ্র বর্মণের মতন প্রাক্তন কেএলও লিঙ্ক ম্যান ও সংগঠনের সাথে যুক্তরা জানান, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো চাকরি না মেলায় আগামীকাল থেকে অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন মূল স্রোতে ফিরে আসা কেএলও লিংক ম্যানদের স্পেশাল হোম গার্ড পদে নিয়োগ করা হবে। এই ঘোষণার পর তাঁরা বারবার জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন চাকরির দাবি নিয়ে। কিন্তু কোনো সদুত্তর না পাওয়ায় আগামীকাল থেকে তাঁরা অনশনে বসছেন বলে জানান।