রাজ্য

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন গুলিবিদ্ধ তৃণমূল নেতা

নেতা সুস্থ হয়ে নিজের এলাকায় ফিরতেই দলীয় কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে মেতে ওঠেন এদিন।

 

Bengal Live আলিপুরদুয়ারঃ মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারি সভাধিপতি মনোরঞ্জন দে। এদিন বিকালে মনোরঞ্জন বাবুর গাড়ি ফালাকাটায় এসে পৌঁছাতেই ফালাকাটা তৃণমূলের ব্লক নেতৃত্ব তাঁকে সংবর্ধনা দেন। উপস্থিত ছিলেন ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ রায় থেকে শুরু করে সংখ্যালঘু সেলের জেলা সভাপতি আব্দুল মান্নান, তৃণমূল যুবর ব্লক সভাপতি শুভব্রত দে, তৃণমূল মহিলা সংগঠনের ব্লক সভানেত্রী সুতপা ভদ্র সহ অনেকে। পরে এদিন ফালাকাটা থেকে একটি বাইক র‍্যালি করে মনোরঞ্জন বাবুর বাড়ির দিকে রওনা হন তৃণমূল নেতা কর্মীরা।

উল্লেখ্য, শিলিগুড়ি থেকে ফেরার সময় জলপাইগুড়ি জেলার মালবাজারে গুলিবিদ্ধ হন মনোরঞ্জন দে। মালবাজারে জাতীয় সড়কের গাড়ি থেকে নামলে দুষ্কৃতিরা তাঁকে লক্ষ্য তিন রাউন্ড গুলি ছোরে বলে অভিযোগ। দুই রাউন্ড গুলি লক্ষ্য ভ্রষ্ট হলেও একটি গুলি মনোরঞ্জন বাবুর বা পায়ে হাঁটুর কাছে লাগে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। গুলিবিদ্ধ অবস্থায় মনোরঞ্জন দেকে তাঁর নিরাপত্তা রক্ষীরা শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তাঁর চিকিৎসা চলে। মঙ্গলবার শিলিগুড়ির ওই বেসরকারি হাসপাতাল থেকে ছুটি পান আলিপুরদুয়ার ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোরঞ্জন দে।

Related News

Back to top button