রায়গঞ্জ

ফুটপাতবাসীদের কাছে রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্তই মধ্যরাতের সান্তাক্লজ

রাজ্যে আর কোনও বিধায়ক এভাবে বড়দিনের আগে মধ্যরাতে সান্তাক্লজ সাজেন কিনা জানা নেই। তবে রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত গত ১২ বছর ধরে এভাবেই মধ্যরাতে সান্তাক্লজ হিসেবে হাজির হচ্ছেন ফুটপাতবাসীদের কাছে।

 

Bengal Live রায়গঞ্জঃ মধ্যরাতে সান্তাক্লজ রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত। প্রতিবারের মতন এবারও চালচুলোহীন ফুটপাথবাসীদের গায়ে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে দিলেন কম্বল। দলের নেতাকর্মীদের নিয়ে রাত বারোটা বাজতেই শহরের পথে নেমে পড়েন প্রাক্তন চেয়ারম্যান। বিদ্রোহী মোড় থেকে রেল স্টেশন হয়ে শিলিগুড়ি মোড়, কর্ণজোড়া পর্যন্ত ঘুরে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরলেন ফুটপাথবাসীদের।

মোহিত সেনগুপ্ত বলেন, বড়দিন উৎসবের দিন। আনন্দ ভাগ করে নিতে তাই বিগত ১২ বছর ধরে শহরের ভবঘুরে, চালচুলোহীন মানুষদের কেক, কম্বল, জল বিতরণ করা হয়। এই বছরও তার অন্যথা হয়নি। জেলা কংগ্রেসের সৈনিকদের নিয়ে আমরা পথে বেড়িয়েছি। ভবঘুরে মানুষদের কেক, কম্বল ও জল দেওয়া হয়েছে। এদিন এই কেক, কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা কংগ্রেসের কার্যকরি সভাপতি পবিত্র চন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Related News

Back to top button