পোর্টজিন

Bengal Live পোর্টজিন অনুগল্প: নিরুদ্দেশ ও মৃতের সবুজ চাওয়া

Bengal Live পোর্টজিনঃ  বিষয়- অনুগল্প

bengal live portzine sayani sinha

দিগন্ত মাঠ, ছেলেবেলার ক্রিকেট খেলার স্মৃতিগুলো এখন সবসময় মাথায় নাড়া দেয়। ছিপ দিয়ে মাছ ধরা আর রংবাহারি পাখির কিচিরমিচির গান বিগত ছয় মাস ধরে আমার উত্তরের জানালা দিয়ে অবিচলভাবে চোখে এসে ধরা দিচ্ছে। আমার ‌‌সত্তর বছরের জীবনের তাৎপর্য আমি এই শেষ ছয় মাস আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি। ঘরের এক কোণে পড়ে থাকা অসুস্থ মৃত্যুপথযাত্রী লোকটাও কোথাও না…

 

bengal live portzine

ঠাৎ একটা অ্যাকসিডেন্ট আর সে মারা গেলো। অ্যাকসিডেন্টটা হয়েছে তার গাড়ি গাছে ধাক্কা মেরেছে বলে। রাত তখন ২ টো। সে মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে সজোরে তার বাড়ির সামনের রাস্তার পাশের গাছটাতে গিয়ে লাগালো। চারিদিকে রক্তের বন্যা, সবাই আসতে আসতেই সে মারা গিয়েছে, ঠিক তার পরের দিন পাড়ার লোকেরা গাছ টাকেই…

Related News

Back to top button