রাজ্য

এক সপ্তাহের মধ্যেই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাবে তৃণমূল !

রায়গঞ্জে চা চক্রে যোগ দিলেন সায়ন্তন বসু। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ নিয়ে মন্তব্য । সাত তারিখের আগেই সংখ্যাগরিষ্ঠতা হারাবে তৃণমূল, দাবি বিজেপি নেতার।

 

Bengal Live রায়গঞ্জঃ সাত ডিসেম্বরের আগেই সংখ্যাগরিষ্ঠতা হারাবে তৃণমূল কংগ্রেস৷ রাজ্যপালের নির্দেশে বিধানসভায় আস্থা ভোট নিতে হবে। শনিবার সকালে চা চক্রে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। পিসি-ভাইপো ছাড়া তৃণমূলের ডুবন্ত জাহাজে আর কেউ থাকবে না বলেও এদিন মন্তব্য করেন সায়ন্তন বসু।

শনিবার সকালে রায়গঞ্জের সুভাষগঞ্জে চা চক্রে যোগ দেন সায়ন্তন বসু৷ দলীয় কর্মসূচিতে যোগ দিতে শুক্রবার রাতেই রায়গঞ্জে পৌঁছান তিনি৷ এদিন কালিয়াগঞ্জে সাংগঠনিক বৈঠক ও একটি সভায় যোগ দেবেন সায়ন্তন বসু৷

মন্ত্রীসভা থেকে ইস্তফা শুভেন্দু অধিকারীর

শুভেন্দু অধিকারীর নিরাপত্তা ছেড়ে দেওয়া, HRBC থেকে পদত্যাগ ও পরিবহন মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার সাথে সাথেই উত্তাল রাজ্যের রাজনীতি। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবেন শুভেন্দু? নাকি ফিরবেন কংগ্রেসে? এমনই নানান প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে। এইসব প্রশ্নের উত্তর এখনও না মিললেও আসন্ন বিধানসভা ভোটের আগেই যে নয়া সমীকরণ দেখা দিতে চলেছে বাংলার রাজনীতিতে, তা এক প্রকার পরিষ্কার। এদিকে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী শুক্রবার দিনই বিজেপিতে যোগ দিয়েছেন।

ভুয়ো সংবাদ ভাইরাল করে মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি,অভিযোগ তৃণমূলের

এমন পরিস্থিতিরে কালীঘাটে শুক্রবার জরুরি মন্ত্রী সভার বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী৷ সেখান থেকেই আগামী ৭ ডিসেম্বর থেকে কেন্দ্রের বিরুদ্ধে পথে নেমে আন্দোলনের ডাক দেন তিনি। এদিন সেই প্রসঙ্গেই সায়ন্তন বসু বলেন, সাত তারিখ পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী থাকবেন কিনা সন্দেহ আছে। হয়ত তার আগেই সংখ্যা গরিষ্ঠতা হারাবে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের ডুবন্ত জাহাজে পিসি-ভাইপো ছাড়া আর কাউকে পাওয়া যাবে না। এদিকে শুভেন্দু অধিকারী কি বিজেপির সাথে যোগাযোগ করছেন? এই প্রশ্নের উত্তরে সায়ন্তন বসু বলেন, না, এখনও যোগাযোগ করেননি।

Related News

Back to top button