রায়গঞ্জ পুলিশের লাগাতার অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ শব্দবাজি, গ্রেপ্তার আরও এক
হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে তৎপর পুলিশ। কয়েকদিন আগেই রায়গঞ্জ পুলিশ নিষিদ্ধ আতসবাজি ও শব্দবাজি বিক্রি করার অভিযোগে তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছিল।
Bengal Live রায়গঞ্জঃ আতসবাজি ফাটানো নিয়ে হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করার পর থেকেই লাগাতার অভিযানে নেমেছিল রায়গঞ্জ থানার পুলিশ৷ কয়েকদিন আগেই রায়গঞ্জের বিবেকানন্দ মোড় লাগোয়া এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার আতসবাজি বাজেয়াপ্ত করে পুলিশ৷ হাইকোর্টের নিষেধাজ্ঞার পরেও আতসবাজি মজুত ও বিক্রি করার অভিযোগে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করে৷ ব্যবসায়ীদের মধ্যে এই নিয়ে ক্ষোভের সঞ্চার হলেও অভিযান থামায়নি রায়গঞ্জ পুলিশ৷
রবিবার শহরের বন্দর এলাকায় হানা দিয়ে বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার করে পুলিশ৷ রায়গঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ১৩৫৭ প্যাকেট শব্দবাজি এদিন এক ব্যবসায়ীর দোকান ও বাড়িতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে। বন্দরের তেলিপাড়া এলাকায় এদিন অভিযান চালায় পুলিশ৷ হাইকোর্টের নির্দেশ অমান্য ও নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করার অভিযোগে ওই ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।