রাশিফল

আজকের রাশিফল, শুক্রবার, ৩০ অক্টোবর

Bengal Live রাশিফলঃ রাশিফলে রাখুন চোখ। আপনার জীবন সুখের হোক।

 

মেষ রাশিঃ নিজের আত্নবিশ্বাসের প্রাচীর গুলো শক্ত করে তুলুন। সেগুলো আপনাকে শক্ত করে তুলবে। সমস্ত রকম ভুল কাজ গুলো থেকে নিজেকে বিরত রাখুন নাহলে আজ সমস্যায় পরতে পারেন। প্রেমের যাত্রা সামান্য হলেও সুন্দর হবে। আজ পদর্শনীতে যান সেগুলো আপনার ঞ্জান বাড়িয়ে তুলবে। আজ আপনার মনে হতে পারে আপনার বিবাহিত জীবন একঘেয়ে হয়ে উঠছে।

বৃষ রাশিঃ আজ ভ্রমনে না বেরোনোই ভালো তা আপনার জীবনে দুঃখ ডেকে আনতে পারে। জমিতে বিনিয়োগ করে থাকলে তা আজ ভালো দামে বিক্রি করা যেতে পারে। লোভ সংবরন করার চেষ্টা করুন জীবনে উন্নতি আসবে। সঙ্গীর কাছে কিছু লুকাবেন না। ভালো এটাই হবে আপনার অনুভূতি গুলো বলে দেওয়া। আপনার আশে-পাশের মানুষদের সমর্থন আপনার সাহস জোগাতে পারে। আজ আপনি আপনার গুরুর সঙ্গে দেখা করতে যেতে পারেন। আপনার বাজে ব্যাবহারের ফলে আপনার প্রিয় মানুষ দ্বারা আপনি বিরক্ত বোধ করতে পারেন।

 

মিথুন রাশিঃ আপনার চারিপাশের মানুষেরা আপনার থেকে অত্যাধিক বেশি আশা করবেন। অন্যদের সন্তুষ্ট করবার জন্য নিজেকে ক্ষয় না করাই ভালো। অর্থের জন্য সম্পর্ক নষ্ট করবেন না। আপনার বাচ্চা আপনার অসম্পূর্ণ থাকা ইচ্ছাকে পূরণ করে আপনাকে খুশি দান করবে। আজ আপনার প্রেমের জন্য সঠিক দিন। স্বপ্নের দোরগোড়ায় না পৌঁছনো পর্যন্ত স্বপ্ন গুলো কারোর সঙ্গে শেয়ার না করাই ভালো। আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে উত্তেজনা ধাপে ধাপে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশিঃ শরীরের সমস্যাগুলোকে গুরুত্ব দিন। আজ আপনার লাভের আশা রয়েছে। সকলের সঙ্গে সমস্ত কথা শেয়ার করবেন না। ভালোবাসার দিক দিয়ে আজকের দিনটা আপনার জন্য বেশ দারুন হতে চলেছে। আপনার কাছের মানুষেরা তাদের সমস্যার কথা আজ আপনার সঙ্গে ভাগ করবেন। ফাঁকা সময়ে আপনি আপনার পছন্দের কাজ গুলো করতে পারেন।।

সিংহ রাশিঃ ধূমপান থেকে দূরে থাকার চেষ্টা করুন। নিজের শরীরের যত্ন নিন। আপনার অভিভাবকেরা আপনাকে অর্থ দিয়ে সাহায্য করবে। অন্যদের সঙ্গে মানিয়ে নেবার চেষ্টা করুন। আপনার প্রিয় মানুষটির সঙ্গে সময় অতিবাহিত করুন সেটা আপনার পক্ষ্যে ভালো হবে। আজ আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন।

কন্যা রাশিঃ- আজ আপনার জীবনে কাজের চাপ বাড়বে। কিছু টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা যেতে পারে। পরিবারের যে কারোর সঙ্গে ঝামালা হতে পারে। আপনার সময় নিতে তাদের সঙ্গে কথা বলা দরকার। আজ প্রেমের কোনো আশা নেই। নিজেকে সময় দিন। আপনার অফিসের বস আপনার কাজের প্রতি মুগ্ধ হতে পারেন।

 

তুলা রাশিঃ আপনি অসুস্থ থাকলে আজ সুস্থ হবার সুযোগ রয়েছে। নিজের শরীরের প্রতি যত্নবান হন। আপনার কোনো বন্ধু আপনার কাছে টাকা ধার চাইতে পারে। আপনার কোনো বন্ধু আপনাকে তার বাড়িতে আমন্ত্রন করতে পারেন। আপনার অফিসে কেউ আপনাকে আজ সারপ্রাইজ দিতে পারে। নিজেকে সময় দিন। আপনার যাদের সঙ্গে ব্যক্তিগত কোনো সমস্যা আছে তাদের সঙ্গে বসে আপনি আলোচনা করে সমস্যার সমাধান করতে পারেন।

বৃশ্চিক রাশিঃ আপনি প্রচন্ড ভাবে ভুলভাল ভাবেন ভাবা কমান মনকে খানিকটা শান্তি দিন। আপনি প্রচন্ড ভাবে টাকা ব্যয় করেন সম্ভব হলে সেটি থেকে বিরত থাকুন। আপনার পরিবারের সঙ্গে আপনি কোনো কথা ভাগ করতে পারেন না। এটি আপনার অস্বস্তির কারন হয়ে দাঁড়ায়। আপনি বেশির ভাগ জিনিসই লুকিয়ে যান যা একদমই সঠিক নয়। গোপন সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন। এটি আপনার সুনাম নষ্ট করতে পারে। কোনো সিদ্ধান্ত নেবার আগে অন্যদের থেকে পরামর্শ নিন।

ধনু রাশিঃ পরিশ্রমের শেষে একটু বিশ্রাম নিন। যারা আপনাকে গুরুত্ব দেয়না তাদের এড়িয়ে চলুন। আপনার প্রিয় মানুষের সঙ্গে আজ সন্ধ্যাবেলা দেখা করতে যেতে পারেন। আজ আপনার প্রেম জীবন আশাপূর্ণ। ঠান্ডা মাথায় সমস্ত কিছু পরিকল্পনা করুন। অফিসে সমস্যা হতে পারে। সেসবকে শান্ত মাথায় সমাধান করার চেষ্টা করুন। প্রিয় মানুষকে সময় দেবার চেষ্টা করুন। আপনার স্ত্রীর চুম্বনে আপনার যন্ত্রনা সেকেন্ডের মধ্যে দূরে চলে যাবে।

মকর রাশিঃ স্বাস্থের দিকে মনোযোগ দিন। মন ভালো রাখার চেষ্টা করুন। মন ভালো থাকলে আজ আপনার সমস্ত কাজ ভালো হবে। আজ আপনার জীবনের সবচেয়ে বড়ো সমস্যাগুলোর দিকে নজর দিন। মেজাজ সামলাতে না পেরে নিজের পরিবারের সদস্যদের দুঃখ দিয়ে ফেলতে পারেন গোপন সম্পর্ক আপনার সুনাম নষ্ট করতে পারে। অফিস থেকে ফিরে মন পছন্দ কাজ করতে পারেন। আপনার সঙ্গে আপনার স্ত্রীর মনমালিন্য হতে পারে।

কুম্ভ রাশিঃ আপনার হৃদয় আপনার সঙ্গীকে খুশি দিতে পারে। আজ আপনার বন্ধু আপনার থেকে টাকা ধার চাইতে পারে। আপনি আজ আপনার প্রিয় মানুষদের মন খুব সহজে জয় করে নিতে পারবেন। প্রকৃতি আপনাকে মুদ্ধ করবে। চারিদিকে নজর রাখুন। আপনার করা কাজের কৃতিত্ব অন্য কেউ নিতে পারে। আপনার মন সংযত করুন এবং সঠিক সিদ্ধান্ত নিন। আপনার স্ত্রীর কাছে আপনি আজ খুব যত্ন পেতে পারেন।

মীন রাশিঃ মাথা সবসময় ঠান্ডা রাখুন। বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। যতটা সম্ভব ঝামেলা এড়িয়ে চলুন। আজ গোটা দিন আপনার ভালো যাবে। সন্ধ্যার দিকে অর্থ ব্যয়ের দিকে নজর দিন। আপনি বয়স্ক কেউ হলে আপনার শারিরীক অনুন্নতি হতে পারে।প্রেমের দিক দিয়ে আজকের দিনটা ভালো। প্রেমই যে সমস্ত কিছুর চাবিকাঠি তা আজ আপনি বুঝতে পারবেন। আপনার সঙ্গী আপনাকে খুশি করার চেষ্টা করবে।

Related News

Back to top button