রাজ্য

আলিপুরদুয়ারে শহীদ জওয়ানের পরিবারের হাতে ১১ লক্ষের চেক দিলেন রাজ্যপাল

আলিপুরদুয়ার জেলার বাসিন্দা শহীদ জওয়ানের পরিবারের হাতে ১১ লক্ষ টাকার চেক তুলে দিলেন রাজ্যপাল। পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতি।

উত্তরবঙ্গে রাজ্যপাল আসার খবরে তোড়জোড়, প্রস্তুতি আলিপুরদুয়ারে

governor jagdeep dhankhar in north bengal
ছবি- ট্যুইটার

engal Live আলিপুরদুয়ারঃ বিন্দিপাড়ার শহীদ জওয়ান বিপুল রায়ের বাড়িতে এলেন রাজ্যপাল জগদীপ ধনকর। শুক্রবার সকাল ৯-টার কিছু পরে আলিপুরদুয়ারে পৌঁছান রাজ্যপাল। সেখান থেকে সড়কপথে সোজা শহীদ বিপুল রায়ের বাড়িতে যান। এদিন প্রায় আধ ঘণ্টা শহীদের পরিবারের সাথে কথাবার্তা বলেন তিনি। শহীদ জওয়ান বিপুল রায়ের মায়ের হাতে সাড়ে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন রাজ্যপাল। সঙ্গে বিপুল রায়ের স্ত্রী রুম্পা রায়ের হাতেও আরও একটি সাড়ে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন জগদীপ ধনকর।

পুদিনা পাতাঃ জানলে মহৌষধ, না জানলে আগাছা, জেনে নিন ১০ টি মহৎ গুণ

শহীদের পরিবারের হাতে মোট এগারো লক্ষ টাকার চেক তুলে দেন রাজ‍্যপাল। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জগদীপ ধনকর বলেন, কেন্দ্রীয় সরকার সবসময় শহীদের পরিবারের সঙ্গে রয়েছে। আজ শহীদের পরিবারের হাতে ১১ লক্ষ টাকার চেক তুলে দিলাম। ১১ লক্ষ খুবই সামান্য টাকা। কিন্তু এর মাধ্যমে বলতে চাই, রাজভবন তাঁদের পাশে আছে। বিপুলের পরিবারের একজনকে গ্রুপ-সি চাকরি দেওয়া হবে।

governor in martyr's house in alipurduar
ছবি – ট্যুইটার

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও প্রশংসা করেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী বিশ্বের শ্রেষ্ঠ নেতাদের মধ্যে একজন, এটা নিয়ে কোনও বিবাদ নেই। ভারত সঠিক দিশাতে বদলাচ্ছে। ভারতের এই অগ্রগতিতে পশ্চিমবঙ্গের যোগদানও কম কিছু থাকবে না।

west bengal governor jagdeep dhankhar hands over a cheque of rs 11 lacs to martyr's family in alipurduar
ছবি – ট্যুইটার

Related News

Back to top button