রায়গঞ্জ

ফের বন্যা পরিস্থিতি উত্তর দিনাজপুরে, জলমগ্ন বহু এলাকা, পরিদর্শনে জেলাশাসক

লাগাতার বৃষ্টির জের। উত্তর দিনাজপুর জেলার একাধিক নদীর জলস্তর বৃদ্ধি। জলমগ্ন রায়গঞ্জ ও ইসলামপুর মহকুমা এলাকার একাধিক জায়গা। সোমবার পরিদর্শনে বের হয়েছিলেন জেলাশাসক।

 

Bengal Live রায়গঞ্জঃ লাগাতার বৃষ্টিতে মহানন্দা, সুধানী, নাগর, কুলিক ও সুঁই নদীর জলে প্লাবিত উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ও করণদিঘি ব্লকের বেশকিছু এলাকা। জলবন্দী হয়ে পড়েছেন গ্রামের বহু মানুষ। ডুবে গিয়েছে বহু জমির ফসল। বাড়িঘরে জল ঢুকে অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন দুর্গত বাসিন্দারা। ত্রাণ সামগ্রী দেওয়ার পাশাপাশি দুর্গত এলাকায় সাহায্যর জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন দুর্গতরা।

লাগাতার বর্ষণে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ও করনদিঘী ব্লকের নাগর, সুধানী ও কুলিক নদীর জলস্তর বেড়ে গিয়েছে অনেকটা। নাগর নদীর পাশে মতিগঞ্জ, রাঘবপুর, রসাখোয়ার ভোপলা গ্রাম সহ রায়গঞ্জ ব্লকের কুমারজল, লহুজগ্রাম, অনহ্নতপুর, মাধবপুর, ভিটিয়ার, ট্যাগড়া নাগরনদীর জলে প্লাবিত। শনিবার বিকেলের পর থেকে বৃষ্টি না হলেও নদীগুলোর জলস্তর বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় গ্রামের বাসিন্দারা। অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন।

এদিকে ইসলামপুর মহকুমা এলাকারও বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। ইসলামপুর ব্লকে ৩১ নম্বর জাতীয় সড়ক উঁচু হওয়ার কারনে বেশকিছু এলাকায় জল জমে গিয়ে গৃহবন্দী সাধারণ মানুষ। চোপড়া ব্লকের হাঁসখারি গ্রামে বৃষ্টির জলে চা-বাগান, আনারস বাগান ও ধানের জমি তলিয়ে গিয়েছে। সোমবার জলমগ্ন এলাকা পরিদর্শনে ইসলামপুরে যান উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। জেলা শাসক জানিয়েছেন, রাজ্য সরকার তাদের পর্যাপ্ত ত্রান দিয়েছে। ত্রানের কোনও অভাব নেই। যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত, বিডিও এবং মহকুমা শাসক এলাকা পরিদর্শন করে তাদের ত্রাণের ব্যবস্থা করছেন। যেখানে যেখানে ত্রাণ পৌঁছায়নি সেসব জায়গায় দ্রুত ত্রাণ পৌঁছানোর জন্য আজ তিনি বিডিও ও মহকুমা শাসককে নির্দেশ দিয়েছেন। ইসলামপুর মহকুমায় প্রচুর ত্রান মজুত আছে। এছাড়াও লাগাতার বৃষ্টির কারনে যে সমস্ত এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অবিলম্বে সেগুলো মেরামতি করার নির্দেশ দিয়েছেন তিনি।

Related News

Back to top button