লাগাতার বৃষ্টিতে বসে গেল কয়েক দশক পুরোনো সেতুর একাংশ
পুরসভা সূত্রে জানা গেছে, সেতুর একাংশ বসে গিয়েছে। আপাতত ভারি যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার কথা ভাবছে প্রশাসন।
Bengal Live জলপাইগুড়িঃ লাগাতার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সেতুর অংশ। খবর পেয়ে জলপাইগুড়ি শহরের করলা নদীর সুভাষ সেতু ঘুরে দেখলেন উদ্বিগ্ন পুরসভার প্রতিনিধিরা। দ্রুত সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য পূর্ত দপ্তরের দ্বারস্থ পুর কর্তৃপক্ষ। আপাতত ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার কথা ভাবা হচ্ছে বলে পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন।
সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ কর্মীর দেহ এল হেমতাবাদে, শোকের ছায়া গ্রামে
১৯৬৮ সালের বন্যার পর জলপাইগুড়ি শহরের পূর্ব প্রান্তের সাথে পশ্চিম প্রান্তের যোগাযোগের জন্য সুভাষ সেতু তৈরি করে পূর্ত দপ্তর। দশকের পর দশক যান বাহনের চাপ সহ্য করতে করতে দুর্বল হয়ে পড়েছে সেতুটি। এই নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা। গত কয়েকদিনের অত্যধিক বৃষ্টির ফলে ফুলেফেঁপে উঠেছে করলা। জলের চাপে কেঁপে ওঠে সেতুর পিলার। তাতেই সেতুর কিছুটা অংশ বসে গিয়েছে বলে খবর।
পুলিশের জালে মহিলা মাদক কারবারি
খবর পেয়ে পুলিশ প্রশাসনের প্রতিনিধিদের সাথে নিয়ে এদিন সেতু ঘুরে দেখেন পুরসভার প্রশাসক বোর্ডের প্রতিনিধিরা। সেতু পরিদর্শন করে উদ্বেগ প্রকাশ করেন প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায়। জানান, এ ব্যাপারে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের মতামত চাওয়া হচ্ছে। আপাতত সাধারণের নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশ প্রশাসনের সাথে কথা বলে ভারী যানবাহন চলাচলের উপর নিয়ন্ত্রণ করার কথা ভাবছেন তাঁরা।
এবার ভারতের বাজারে ইলেকট্রিক স্মার্ট টুথব্রাশ, দাঁত মাজবে অটোমেটিক