রাজ্য

মহালয়ায় তর্পণের জন্য মালদায় প্রস্তুত মহানন্দার ঘাট

রাত পোহালেই মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা। মহানন্দায় চলছে তর্পণের প্রস্তুতি।

Bengal Live মালদাঃ মহালয়ায় তর্পণের জন্য মহানন্দা নদীর ঘাট পরিষ্কারের উদ্যোগ নিল ইংরেজবাজার পুরসভা। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘাট পরিষ্কারের কাজ খতিয়ে দেখতে এলাকায় পোঁছান ইংরেজবাজার পুরসভার প্রশাসক নীহার রঞ্জন ঘোষ।

রাত পোহালেই পিতৃ পক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা। বৃহস্পতিবার ভোর হতেই কয়েক হাজার মানুষের সমাগম হবে মহানন্দা নদীর তীরে। নদীতে নেমে পিতৃ পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করবেন তাঁরা। মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাটেও বহু মানুষ উপস্থিত হয়ে নদীতে স্নান করে তিল, জব অর্পণ করে পিতৃ তর্পণে অংশ গ্রহণ করেন।

এবছর মহানন্দা নদীতে জলস্তর বেশি থাকার জন্য নদীতে আগত মানুষের নিরাপত্তায় বাড়তি জোড় দিয়েছে ইংরেজ বাজার পুরসভা। বুধবার সকাল থেকে জেসিবি মেশিন দিয়ে মহানন্দা নদীর ঘাট পরিষ্কারের কাজ শুরু হয়। পুরসভার প্রশাসক নিহার রঞ্জন ঘোষ জানান, নদীতে জল বেশি থাকার জন্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের স্পিড বোট রাখা হবে মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাটে। এছাড়া দুটি নৌকা থাকবে ঘাটে। পুর কর্মীরা নজর রাখবে সেখানে।

Related News

Back to top button