রাজ্য

টোটো চালকের রহস্যমৃত্যু, আটক এক

জলাশয় থেকে টোটো চালকের মৃতদেহ উদ্ধার। খুন নাকি আত্মহত্যা? কী বলছে পুলিশ ?

Bengal Live মালদাঃ জলাশয় থেকে এক টোটো চালকের দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো বৈষ্ণবনগর থানার শোভাপুর এলাকায়। শুক্রবার সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। মৃত ওই টোটো চালকের নাম আনোয়ার হোসেন। খুন নাকি আত্মহত্যা? তা খতিয়ে দেখছে পুলিশ।

শিলিগুড়িতে হেলে পড়ল বাড়ি, উত্তরবঙ্গের একগুচ্ছ খবর নিয়ে নজরে জেলা

অভিযোগ, বৈষ্ণবনগর থানার অন্তর্গত শোভাপুর পারদেওনাপুর গ্রাম পঞ্চায়েতের খাসপাড়া গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনকে বৃহস্পতিবার রাতে মেরাজুল শেখ নামে এক ব্যক্তি তুলে নিয়ে যায়। টাকা চুরির সন্দেহে পেশায় টোটো চালক আনোয়ার হোসেনকে তুলে নিয়ে যায় মেরাজুল শেখ বলে অভিযোগ মৃতের পরিজনদের৷

শুক্রবার সকালে স্থানীয় একটি জলাশয় থেকে আনোয়ার হোসেনের মৃতদেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ তুলেছেন পরিবারের লোকেরা।
বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে। তদন্তে নেমে পুলিশ মেরাজুল শেখের ভাইকে আটক করে। বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related News

Back to top button