রায়গঞ্জ

উত্তর দিনাজপুরে করোনা আক্রান্ত দুই হাজার ছাড়ালো

করোনা আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেল উত্তর দিনাজপুরে। মৃতের সংখ্যা বেড়ে ২০। বাড়ছে সুস্থতার সংখ্যাও।

Bengal Live রায়গঞ্জঃ দুই হাজারের গণ্ডি ছাড়িয়ে উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২০৮৬। রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ জন। সুস্থ হয়েছেন ৯৫ জন। এখনও পর্যন্ত উত্তর দিনাজপুরে করোনা মুক্ত হয়েছেন ১৭৫৬ জন। মৃত্যু হয়েছে ২০ জনের। কোভিড হাসপাতালে চিকিৎসাধীজ রয়েছেন ৩১০ জন।

চলতি সপ্তাহের শুরুতেই দুই হাজারের গণ্ডি ছাড়িয়ে যায় উত্তর দিনাজপুরে৷ গত সোমবার ২৯ জন আক্রান্ত হয়েছিলেন করোনায়। আক্রান্তের তুলনায় সোমবার সুস্থতার সংখ্যা ছিল বেশি। ৫৫ জন সুস্থ হয়েছিলেন। তবে সোমবারের পর মঙ্গলবার করোনায় মৃতের সংখ্যা দুই বেড়ে হয়েছে ২০।

Related News

Back to top button