রায়গঞ্জ

রায়গঞ্জে কোভিড সেফ হাউজে থাকা করোনা পজিটিভ রোগীদের পথ অবরোধ

একাধিক অব্যবস্থার অভিযোগ তুলে পথ অবরোধে সামিল প্রায় ৬০ জন উপসর্গহীন করোনা আক্রান্ত রোগী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রায়গঞ্জের কর্ণজোড়ায়।

Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জে কোভিড ১৯ সেফ হাউজে থাকা করোনা পজিটিভ রোগীদের পথ অবরোধ। চরম অব্যবস্থার অভিযোগ তুলে পথ অবরোধে সামিল প্রায় ৬০ জন উপসর্গহীন করোনা পজিটিভ রোগী। নিম্নমানের খাবার সরবরাহ, পানীয় জলের সংকট সহ একাধিক অভিযোগে সরব হন কোভিড পজিটিভ রোগীরা৷ সোমবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জের কর্ণজোড়ায়। খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ৷

উপসর্গহীন কোভিড পজিটিভ রোগীদের জন্য কর্ণজোড়া ক্রেতা সুরক্ষা ভবনে অস্থায়ী সেফ হাউজ তৈরি করেছে প্রশাসন। সেখানে প্রায় ৬০ জন উপসর্গহীন করোনা রোগী ১৪ দিনের জন্য বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন। এদিন সেফ হাউজের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ তুলে পথ অবরোধে সামিল হয় কোভিড রোগীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, নির্দিষ্ট কোনও সময় না মেনে তিন বেলাই তাঁদের নিম্নমানের খাবার পরিবেশন করা হয়৷ নিরামিষ খাদ্য দেওয়া হলেও তা খাবারের অযোগ্য৷ পাশাপাশি কঠিন জলকষ্টে রয়েছেন তাঁরা। জনপ্রতি রোজ দুটি করে পাউচ জলের প্যাকেট দেওয়া হয় বলে অভিযোগ করেন রোগীরা৷ অক্সিজেন সিলিন্ডারেরও কোনও বন্দবস্ত নেই সেফ হাউজে বলে অভিযোগ করেছেন কোভিড রোগীরা৷

অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রায়গঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজু লামা। দীর্ঘ প্রায় তিনঘন্টা অবরোধের পর অবশেষে রায়গঞ্জের বিডিও রাজু লামা সমস্যা সমাধান করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন কোভিড আক্রান্তরা।

Related News

Back to top button