উত্তর দিনাজপুরে ২৪ ঘন্টায় আরও ১৩ জনের শরীরে করোনা সংক্রমণ, সুস্থ ১
একদিনে আরও ১৩ জনের দেহে মিলল করোনা সংক্রমণ। সুস্থ হলেন ১ জন। করোনা সংক্রমণ রোধে রায়গঞ্জে চলছে লকডাউন।
Bengal Live রায়গঞ্জঃ উত্তর দিনাজপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৯৫। গত ২৪ ঘন্টায় জেলায় আরও ১৩ জনের শরীরে করোনা সংক্রমণ মিলেছে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিন থেকে জানা গিয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় ১ জন রোগী করোনাকে পরাস্ত করে সুস্থ হয়েছেন। এখনও পর্যন্ত উত্তর দিনাজপুর জেলায় ৩৩৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এদিকে এখনও কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫৫ জন করোনা আক্রান্ত।
আরও পড়ুনঃ বেহাল রাস্তা চোখে আঙুল দিয়ে দেখাতে প্রধানকে তুলে নিয়ে গেল জনতা
গত কয়েকদিন থেকে লাগাতার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। জেলার পাশাপাশি রায়গঞ্জ পুর এলাকাতেও ছড়িয়েছে সংক্রমণ। এমন পরিস্থিতিতে রাজ্য স্বরাষ্ট দপ্তর করোনা সংক্রমণ রোধে রায়গঞ্জ পুর এলাকায় লকডাউন ঘোষণা করেছে। যদিও করোনা পরিস্থিতি যতই জটিল হয়েছে ততই শহরের এক শ্রেণীর মানুষ বেপরোয়া মনোভাব দেখিয়েছে। বিষয়টি নিয়ে অসন্তুষ্ট রায়গঞ্জের পুরপতি সন্দীপ বিশ্বাস নিজেও। লকডাউন সফল করতে তাই একযোগে রায়গঞ্জ পুর প্রশাসন, সাধারণ প্রশাসন ও পুলিশ প্রশাসন নজরদারি চালানোর পাশাপাশি সচেতনতার বার্তা দেওয়ার কাজ শুরু করেছে। মাইকিং-এর মাধ্যমে করোনা পরিস্থিতিতে বিনা প্রয়োজনে কাউকে বাড়ি থেকে না বেরোনোর আবেদন করা হচ্ছে।
আরও পড়ুনঃ রায়গঞ্জে বেপরোয়া নাগরিকদের করোনা সচেতন করতে পথে নামলেন পুরপতি