রাজ্য

ব্রীজ ভেঙে নদীতে পড়ল ট্রাক

ব্রীজ ভেঙে চলন্ত ট্রাক পড়ল নদীতে। প্রাণে বাঁচলেন ট্রাকের চালক। প্রশাসনকে দ্রুত ব্রীজটি সংস্কার করার জন্য আবেদন জানিয়েছেন প্রাক্তন সাংসদ।

Bengal Live কোচবিহারঃ ব্রীজ ভেঙ্গে নদীতে পরল ট্রাক৷ কোনও রকমে লাফিয়ে প্রাণে বাঁচলেন ট্রাকের চালক৷ কোচবিহারের কোতোয়ালি থানার চান্দামারীর ঘটনা। কলাভাঙ্গা এলাকায় ধরলা নদীর উপরে দুর্বল ব্রীজ ভেঙ্গে গিয়ে এই বিপত্তি ঘটে শুক্রবার।

পাথর বোঝাই ট্রাক ডুবে যায় নদীতে। রাস্তার মেরামতির কাজের জন্য পাথর বোঝাই করে নিয়ে ব্রীজটির উপর দিয়ে যাচ্ছিল ট্রাকটি৷ সেসময় হঠাৎ ব্রীজটি ভেঙ্গে নদীতে পরে যায়৷ পরিস্থিতি বুঝে ট্রাক থেকে লাফিয়ে প্রাণে বাঁচেন চালক৷ ট্রাকটি তলিয়ে যায় নদীতে। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ৷ এলাকা পরিদর্শনে গিয়ে তৃণমূল কংগ্রেস নেতা তথা কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় জানান, খবর পেয়ে এলাকায় এসেছেন তিনি। প্রশাসনকে জানিয়েছেন যাতে দ্রুত ব্রীজটি সংস্কার করা হয়৷

Related News

Back to top button