অনলাইন আন্তর্জাতিক আলোচনা চক্র ইটাহার মেঘনাদ সাহা কলেজের
করোনা আবহে অনলাইনই ভরসা। ইটাহারের ড. মেঘনাদ সাহা কলেজের ইতিহাস বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক অনলাইন আলোচনা চক্র।
Bengal Live ইটাহারঃ ইটাহারের ড. মেঘনাদ সাহা কলেজের ইতিহাস বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক অনলাইন আলোচনা চক্র। করোনা মহামারির সময় পরিবেশ ও জন স্বাস্থ্যের বৈশ্বিক সেতু নির্মাণ বিষয়ে এই আন্তর্জাতিক আলোচনা চক্রে বক্তৃতা করতে উপস্থিত ছিলেন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ও জন ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি ড. মেসবাহ কামাল এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পরিবেশ ইতিহাসবিদ ড. সব্যসাচী চট্টোপাধ্যায়।
আয়োজকদের সূত্রে জানা গেছে, প্রায় দুশোর অধিক পড়ুয়া, গবেষক, অধ্যাপক ও অধ্যাপিকা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
বর্তমান সময়ের করোনা মহামারি আজকের বৌদ্ধিক সমাজকে ভাবনায় ফেলে দিয়েছে। এই করোনাকালে ধরা পড়েছে জন স্বাস্থ্যের নানা সীমাবদ্ধতা। পাশাপাশি পরিবেশ সচেতনতার বিষয়টিও বারবার উঠে আসছে। এই সময় সারা বিশ্বকে উন্নত জনস্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা দিয়ে মেলানো ভীষণ প্রয়োজন। এই রকম ভাবনা থেকেই আয়োজন করা হয়েছে এই অনলাইন আন্তর্জাতিক আলোচনা চক্র বলে জানালেন আলোচনা পরিচালন কমিটির আহ্বায়ক অধ্যাপক সুকুমার বাড়ই।