বিনোদন

প্রয়াত ঋষি কাপুর

আরও এক নক্ষত্রের পতন। ইরফান খানের মৃত্যু শোক ভুলতে পারার আগেই ইহলোক ত্যাগ করলেন ঋষি কাপুর।

Bengal Live ওয়েব ডেস্কঃ আরও এক নক্ষত্রের পতন। ইরফান খানের মৃত্যুর শোক ভুলতে পারার আগেই ইহলোক ত্যাগ করলেন ঋষি কাপুর। বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি কাপুর। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া শিল্পী মহলে। “আমি বিধ্বস্ত” ট্যুইট করেছেন অমিতাভ বচ্চন।

২০১৮ সাল থেকে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ঋষি কাপুর। আমেরিকাতে ছিলেন বেশ কিছুদিন। এরপর গত সেপ্টেম্বর মাসে দেশে ফিরে আসেন। যদিও দেশে ফিরতেই ফুসফুসে সংক্রমণ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। এরপর বুধবার সকালে ঋষি কাপুর আচমকা অসুস্থ হয়ে পড়লে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকালে তাঁর মৃত্যুর খবর সামনে আসে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭।

Related News

Back to top button