গাছ কাটতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু এক ব্যক্তির, চাঞ্চল্য ইটাহারে
পুকুর পাড়ে জঙ্গলের গাছ কাটতে গিয়ে আচমকা মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত্যুর কারণ জানতে দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তে।
Bengal Live ইটাহারঃ গাছ কাটতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম শক্তি শীল দাস (৫০)। তাঁর বাড়ি ইটাহারের পাইকপাড়া গ্রামে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে সদর ইটাহারের সাহা পাড়ায়। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্ট্রোক হয়ে কিংবা গাছের গুড়ি গায়ে পড়ে যাওয়ায় মৃত্যু হয়ে থাকতে পারে শক্তির।
পাইকপাড়া সংসদের পঞ্চায়েত সদস্য চান্দু দাস বলেন, “শক্তি শীল দাস ব্যক্তিগতভাবে আমার পরিচিত। তিনি ভ্যানরিক্সা চালিয়ে ও দিনমজুরি করে সংসার চালাতেন। ঘটনাস্থলে দেখলাম, একটা কাটা গাছের গুড়ির পাশে তাঁর মৃতদেহ পড়ে আছে। সম্ভবত স্ট্রোক হয়ে মৃত্যু হয়েছে তাঁর।”
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।