বিনোদন

বরফ নিয়ে মেয়ে জিভার সাথে খুনসুটিতে মত্ত ধোনি

ক্রিকেট ময়দান থেকে বেশ কিছুদিন থেকে নিজেকে সরিয়ে রেখেছেন বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ক্যাপ্টেন কুল। তবে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তিনি।

Bengal Live ওয়েব ডেস্কঃ পরিবারের সাথে চুটিয়ে মজা করছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি । নতুন বছরের প্রথম সপ্তাহে তিনি পৌঁছে গেছেন উত্তরাখন্ডের মুসৌরিতে। ইতিমধ্যেই বিশেষ কিছু মুহূর্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়া পোষ্ট করছেন তাঁর স্ত্রী সাক্ষী। পিছিয়ে নেই ক্যাপ্টেন কুল। ধোনীও এদিন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

যেখানে দেখা যাচ্ছে মেয়ে জিভার সাথে বরফ নিয়ে খেলছেন মাহি। কখন‌ও তিনি মেয়ের সাথে স্নোম‍্যান বানাতে ব‍্যস্ত, কখন‌ও আবার মেয়ের দিকে তাক করে বরফের গোলা ছুড়তে ব‍্যস্ত তিনি। মেয়ে জিভাও বাবার চাইতে কম নয় সেও বাবাকে তাক করে ছুড়ে চলেছে বরফ অনবরত। তাঁদের সাথে একটি পোষ‍্য কুকুরকেও দেখা গিয়েছে পোজ দিয়ে ছবি তুলতে।

২০১৯ বিশ্বকাপের পর ০৭ জার্সি পরে মাঠে নামতে আর দেখা যায়নি ক্রিকেটার ধোনিকে। তিনি সাউথ আফ্রিকা , বাংলাদেশের সাথে ঘরের মাঠের সিরিজেও বাদ ছিলেন। নির্বাচকরা জানিয়েছেন রিসভ পন্থের মতো প্রতিভাবান নতুন প্রজন্মকে সুযোগ দিয়ে ঘষে মেজে তৈরি করে নিতে চান আসন্ন টি২০ বিশ্বকাপের জন‍্য।তাই আপাতত সিরিজগুলোতে ধোনিকে বাদ রাখার পরিকল্পনা।

আবার ধোনিকে কবে ক্রিকেট ময়দানে হেলিকপ্টর শট মারতে কিংবা তার নির্ভুল উকেট কিপিং করতে দেখা যাবে তা নিয়ে তার ভক্তরা চেয়ে আছেন নির্বাচকদের দিকে। তার মাঠে নামা নিয়ে তৈরি হয়ে চলেছে বিস্তর জল্পনা।

https://www.instagram.com/tv/B7EVRdDlPDl/?igshid=17d3cmpg35647

Back to top button