কালিয়াগঞ্জে বিজেপির নির্বাচনী প্রচারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব
শেষ লগ্নের নির্বাচনী প্রচারে বিজেপির পালে ঝড় তুলতে কালিয়াগঞ্জে আসছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ কালিয়াগঞ্জ বিধানসভায় জয় পেতে মরিয়া উত্তর দিনাজপুর জেলা বিজেপি।
Bengal Live রায়গঞ্জঃ কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচারে আসছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার দুপুরেই বাগডোগরা বিমান বন্দরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। বিজেপি সূত্রের খবর, সেখান থেকে সোজা রায়গঞ্জে আসবেন তিনি। শনিবার সকাল থেকে কালিয়াগঞ্জে একাধিক পথ সভা, রোড শো’তে অংশ নেওয়ার কথা রয়েছে বিপ্লবের।
বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি নির্মল দাম বলেন, এদিন বেলা আড়াইটা নাগাদ বাগডোগরা বিমান বন্দরে পৌঁছবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ সেখান থেকে সড়ক পথে এদিন রায়গঞ্জ আসবেন। এরপর শনিবার সকাল থেকে কালিয়াগঞ্জ বিধানসভার একাধিক জায়গায় রোড শো এবং পথ সভায় বক্তৃতা দেবেন তিনি।
কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয় পেতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির৷ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির মহিলা মোর্চার সভাপতি লকেট চ্যাটার্জি, কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গী, মুকুল রায়, রাহুল সিনহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় সহ একাধিক হেভিওয়েট নেতা ও নেত্রী কালিয়াগঞ্জে নির্বাচনী প্রচারে হাজির হয়েছেন। এবার প্রচারের শেষ লগ্নে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে এনে চমক দিতে চলেছে বিজেপি। এদিনই জেলায় শেষ লগ্নের প্রচারে হাজির হচ্ছেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান মন্ত্রী দেবশ্রী চৌধুরী৷ কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকও এদিনই রায়গঞ্জে হাজির হবেন বলে জানা গেছে।