কাশ্মীর ইস্যুকে সামনে রেখে কালিয়াগঞ্জে যৌথ প্রচারে কৈলাশ-মুকুল
কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে হেভিওয়েট প্রচারে জোড় বিজেপির। মঙ্গলবার বিজেপির দুই কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গী ও মুকুল রায়ের যৌথ প্রচার কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায়। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ ও এনআরসি ইস্যু গুরুত্ব পেলো দুই নেতার বক্তব্যে।
Bengal Live রায়গঞ্জঃ কাশ্মীর ইস্যুকে সামনে রেখে কালিয়াগঞ্জ উপনির্বাচনের প্রচার শুরু করলেন বিজেপি নেতা মুকুল রায়। মঙ্গলবার সকাল থেকে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীকে সাথে নিয়ে ছোট ছোট সভা করে নির্বাচনী সভা শুরু করেছেন মুকুল রায়।
একাধিক সভাতে বক্তব্য রেখেছেন মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গী। দুই নেতার প্রায় সবকটি বক্তব্যেই উঠে এসেছে কাশ্মীর ইস্যু। ৩৭০ ধারা বিলোপ থেকে এনআরসি ইস্যু কোনও কিছুই বাদ যায় নি দুই নেতার বক্তব্যে।
এদিন কৈলাশ বিজয়বর্গী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য রাজনৈতিক দল গুলি বিরোধ করার পরেও দমদার প্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রী ৩৭০ ধারা বিলোপ করে আতঙ্কবাদ মুক্ত জম্মু কাশ্মীর জনতাকে উপহার দিয়েছেন। এনআরসি ইস্যুতে এদিন বক্তব্য রাখতে গিয়ে কৈলাশ বিজয়বর্গী বলেন, লোকসভায় নাগরিকত্ব বিল এনে শরনার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দ্যেশ্য করে এদিন তিনি বলেন, রাজ্য সরকার অনুপ্রবেশকারীদের যতই প্রমান পত্র দিক কেন্দ্রীয় সরকার সব পরীক্ষা করবে। শরনার্থীদের নাগরিকত্ব মিলবে কিন্তু অনুপ্রবেশকারীদের তা দেওয়া হবেনা বলেও মন্তব্য করেন বিজেপি নেতা।
একই সুরে এদিন বক্তব্য রাখেন মুকুল রায়। তিনি বলেন, কালিয়াগঞ্জ বিধানসভা সহ রাজ্যের তিনটি বিধানসভাতেই বিজেপির জয় নিশ্চিত। তাঁর অভিযোগ, প্রশাসনকে চালনা করছে শাসক দল। মানুষকে সতর্ক করছি। এন আরসি প্রসঙ্গে এদিন মুকুল রায় বলেন, ৩৭০ ধারা বিলোপ ও নাগরিকত্ব বিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থান পরিষ্কার করুক।