কালিয়াগঞ্জের উন্নয়ন নিয়ে তৃণমূলের রাজনৈতিক তর্জা, সঙ্গে দোসর বিজেপি
উন্নয়নে কালিয়াগঞ্জ পিছিয়ে থাকা প্রসঙ্গে বেফাঁস মন্তব্য তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের। কানাইয়ার সেমসাইড গোলে অস্বস্তিতে দল। পালটা তথ্য দিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা প্রাক্তন জেলা সভাপতি অমল আচার্যর। প্রশ্নে নাছোড় বিজেপি।
Bengal Live কালিয়াগঞ্জঃ উন্নয়নে কালিয়াগঞ্জের পিছিয়ে থাকার কারণ হিসেবে শনিবার তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেছিলেন, “সরকার দলের সঙ্গে না থাকলে কাজ করা সম্ভব না। যেহেতু কালিয়াগঞ্জে তৃণমূলের বিধায়ক জেতেননি, তাই কাজ করা হয়নি।”
কানাইয়ার এই বক্তব্যের ঠিক ২৪ ঘন্টার মধ্যেই, রবিবার, প্রশ্ন তুলে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় বললেন, “সাধারণ মানুষকে সরকারি সুবিধা পেতে গেলে কেন একটা বিশেষ দলের পতাকা ধরতে হবে ?”
কানাইয়ার ওই বক্তব্যের ফলে তাঁর রাজনৈতিক বিচক্ষণতা নিয়ে প্রশ্ন উঠেছে দলের মধ্যেই। দলের অনেকেই মনে করছেন, ওইরকম মন্তব্য করে তৃণমূল জেলা সভাপতি সেমসাইড গোল করে দিয়েছেন। পাশাপাশি বিরোধীদের প্রশ্ন তোলারও সুযোগ করে দিয়েছেন। শনিবার কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের দলীয় ইস্তাহার প্রকাশ করে তৃণমূল। ইস্তাহার প্রকাশ উপলক্ষে আয়োজিত সাংবাদিক বৈঠকে এক প্রশ্নের উত্তরে কানাইলাল বলেন, “কালিয়াগঞ্জ থেকে আমরা বিধানসভার সদস্য জেতাতে পারিনি। যেহেতু কালিয়াগঞ্জ থেকে আমাদের তৃণমূল কংগ্রেস বিধায়ক জেতেননি, তাই এই বিধানসভা এলাকায় কোনও কাজ করা হয়নি, কাজ করা যায়নি। আসলে সরকার দলের সঙ্গে না থাকলে কাজ করাটা সম্ভব না। সরকার দলের বিধায়ক হলে কাজ করার যে সুযোগটা পান, বিরোধী দলের সদস্য হলে সেই সুযোগটা পাওয়া যায় না।”
কানাইয়ার এই বক্তব্যের অবশ্য বিরোধীতা করেন প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য। পাশে বসা অমলবাবু সাংবাদিক বৈঠক চলাকালীনই কানাইয়ার যুক্তিকে খণ্ডন করে বলেন, “তৃণমূলের বিধায়ক যেখানে নেই সেখানে উন্নয়ন হয়নি বা উন্নয়ন আটকে আছে, এটা ঠিক নয়। এটা সম্পূর্ণ ভুল কথা। আমাদের মুখ্যমন্ত্রী এভাবে কাজ করেন না। কালিয়াগঞ্জে রাস্তাঘাট, স্টেট জেনারেল হাসপাতাল, নিকাশি নালা, স্বাস্থ্যকেন্দ্র হয়েছে। ২০১১ -এর পর থেকে এরকম উন্নয়নের অনেক বড় খতিয়ান আছে।”
তবে প্রশ্ন তুলতে ছাড়ছে না বিজেপি। রবিবার কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচারে রায়গঞ্জে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। কালিয়াগঞ্জে একটি জনসভায় যোগ দেন মন্ত্রী। ওই জনসভাতেই বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় প্রশ্ন তোলেন, “সরকারি সুবিধা পেতে হলে কেন একজন মানুষকে একটা বিশেষ দলের পতাকা ধরতে হবে ? কেন বিজেপি বা তৃণমূল বা কংগ্রেস বা সিপিএম করতে হবে ? সবাইকে কেন রাজনীতি করতে হবে? আপনারা যে ট্যাক্স দেন, সেই ট্যাক্সের টাকা দিয়েই সরকার সাধারণ মানুষের উন্নয়নের কাজ করে।”