বিনোদন
প্রয়াত অভিনেতা নিমু ভৌমিক

প্রয়াত অভিনেতা নিমু ভৌমিক
Bengal Live রায়গঞ্জঃ প্রয়াত অভিনেতা নিমু ভৌমিক। বেশ কিছু দিন থেকেই বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন তিনি। অবশেষে মঙ্গলবার কলকাতায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪। মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে অভিনেতার বলে জানা গেছে।
আরও পড়ুনঃ
ভাল আছেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য, আর্টারিতে বসানো হল স্টেন্ট
১৯৩৫ সালে দিনাজপুর জেলায় জন্ম গ্রহণ করেন নিমু ভৌমিক। রায়গঞ্জের মানুষ হিসেবেই পরিচিত ছিলেন টলিউড ও মঞ্চ কাঁপানো এই অভিনেতা। মাঝেমধ্যে রায়গঞ্জের বাড়িতে তাঁর যাতায়াতও ছিল। জাঁদরেল অভিনেতা। অভিনয় ছাড়াও রাজনীতিতেও যোগ দিয়েছিলেন এই প্রবীণ অভিনেতা। ২০১৪ সালে রায়গঞ্জ থেকে লোকসভা ভোটে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন নিমু ভৌমিক।