রায়গঞ্জ
পাচারের আগেই লক্ষাধিক টাকার আফিম উদ্ধার জাতীয় সড়কে
পাচারের আগেই লক্ষাধিক টাকার আফিম উদ্ধার জাতীয় সড়কে
Bengal Live জলপাইগুড়িঃ লক্ষাধিক টাকার আফিম সহ ধৃত দুই পাচারাকারী। দিল্লির নম্বরের একটি সন্দেহভাজন গাড়িতে এদিন তল্লাশি চালাতেই সাড়ে ১২ কেজি আফিম উদ্ধার করে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ।
জানা গেছে, ধৃত দুই পাচারকারী পাঞ্জাবের বাসিন্দা। গৌহাটি থেকে পাঞ্জাবে পাচার করা হচ্ছিল আফিম বলে জেরায় স্বীকার করেছে ধৃত দুই বলে পুলিশ সূত্রে খবর। আফিম পাচার চক্রের সাথে আরও কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।