রায়গঞ্জ
অর্জুন পাচ্ছেন হেপ্টাথলিট স্বপ্না বর্মন
অর্জুন পাচ্ছেন হেপ্টাথলিট স্বপ্না বর্মন
Bengal Live ওয়েব ডেস্কঃ অর্জুন পুরষ্কার পাচ্ছেন হেপ্টাথলিট স্বপ্না বর্মন। শনিবার এই খবর সংবাদ মাধ্যমে প্রচার হতেই স্বপ্নার জলপাইগুড়ির বাড়িতে ভীড় জমিয়েছেন স্থানীয়রা। খুশির হাওয়া স্বপ্নার পরিজনদের মধ্যেও। মিষ্টিমুখ করানো হচ্ছে সকলকে। স্বপ্নার মা বাসনা বর্মন জানান, সন্ধ্যায় টেলিফোন করে খুশির খবর জানিয়েছে মেয়ে। শুনে আমি খুব উচ্ছ্বসিত। আমি চাই মেয়ে আরো সাফল্য পাক।