রায়গঞ্জ

মালদায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু এক মৎসজীবীর, আহত ১১ জন

মালদায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু এক মৎসজীবীর, আহত ১১ জন

Bengal Live মালদাঃ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল এক মৎসজীবীর। ঘটনায় জখম হয়েছে আরও প্রায় ১১ জন মৎসজীবী। রবিবার মালদার মোথাবাড়ি থানা এলাকার ঘটনা। আহতদের মালদা মেডিকেল কলেজে চিকিৎসা চলছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত মৎসজীবীর নাম দুলাল চৌধুরি। জখমরা হলেন মাখন চৌধুরি, মিঠুন চৌধুরি, বিকাশ চৌধুরি ও রামসুন্দর চৌধুরি। বাকিদের নাম জানা যায়নি। এদের প্রত্যকের বাড়ি মোথাবাড়ি থানার বাঙ্গীটোলা পঞ্চায়েতের সাকুলাপুর গ্রামে। এরা প্রত্যেকে মৎস্যজীবী।

প্রতিদিনের মত রবিবার তারা নৌকা নিয়ে গঙ্গায় মাছ ধরতে গিয়েছিলেন। সেই সময় বৃষ্টি সহ বাজ পড়া শুরু হয়। তাদের উপর একটি বাজ পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের। আহতদের উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তারা।

Related News

Back to top button