লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার উত্তর দিনাজপুরে
৩১ নম্বর জাতীয় সড়কে পুলিশি তল্লাশিতে লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার
Bengal Live রায়গঞ্জঃ পুলিশি অভিযানে লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার ইসলামপুরে। ৩১ নম্বর জাতীয় সড়কে পুলিশের তল্লাশির সময় গাঁজা বোঝাই ট্রাক আটক করে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ইসলামপুর জেলা পুলিশ সুপার সচীন মাক্কার বলেন, ইসলামপুর থানা এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা বোঝাই একটি ট্রাক আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার অলিগঞ্জ এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে তল্লাশি শুরু করে। সেখান থেকেই বিহার মুখী একটি ট্রাক আটক করে পুলিশ। তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ মাদক। ট্রাকটিকে আটক করলেও চালক সহ পাচারকারীরা পালিয়ে যায়। পলাতকদের খোঁজে জোড় তল্লাশি শুরু করেছে পুলিশ। মাদক বোঝাই ট্রাকটি পাচারের উদ্দ্যেশে কোথায় যাচ্ছিল তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।