রায়গঞ্জ

চন্দ্রযান-২ এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সাবেক রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের প্রাক্তনী

চন্দ্রযান-২ এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সাবেক রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের প্রাক্তনী রৌশন আলি।

Bengal Live রায়গঞ্জঃ ভারতের চন্দ্রযান-২ উৎক্ষেপণের ইতিহাসে যুক্ত হল রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের নাম। চন্দ্রযান-২ এর মেকানিক্যাল ও টেকনিক্যাল দিক সামাল দিয়ে ইসরোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সাবেক রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের ছাত্র রৌশন আলি। টেলিফোনে তিনি জানান, চন্দ্রযান-২ এর মেকানিক্যাল ও টেকনিক্যাল দিক সামাল দেওয়াই ছিল তাঁর দায়িত্ব। তাঁর সহযোগী হিসেবে ওই দায়িত্বে ছিলেন আরও ৯ জন বিজ্ঞানী।

উত্তর দিনাজপুর জেলার প্রত্যন্ত গ্রাম রামনগর। সুই ও মহানন্দা নদীর তীরবর্তী এই গ্রাম ইটাহার ব্লকের কাপাসিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। বাবা মৈফুদ্দিন আহমেদ চূড়ামণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মী।

রামনগর প্রাথমিক স্কুলে পড়াশুনো করার পর চূড়ামণ প্রহ্লাদচন্দ্র উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন রৌশন। ১৯৯৩ সালে মাধ্যমিক পাশ করার পর রৌশন আলি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক ও পিওর সায়েন্স নিয়ে স্নাতক পাশ করেন সাবেক রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ থেকে। এরপর মালদা পলিটেকনিক থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন জেলার এই মহাকাশ বিজ্ঞানী।

জানা গেছে, ইসরোতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে লোক নেওয়া হবে বলে একটি বিজ্ঞাপণ দেখে আবেদন জানান রৌশন আলি। এরপর একাধিক পরীক্ষা দিয়ে ইসরোতে গবেষণার সুযোগ পান তিনি। ইসরোতে থেকেই বি-টেক পড়েন রৌশন।

রৌশনের মামা পেশায় প্রাথমিক শিক্ষক গোলাম রব্বানি বলেন, ছোট থেকেই পড়াশুনায় মেধাবী ছিল রৌশন। অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও রৌশন যে এই জায়গায় পৌঁছছে তার জন্য খুব ভালো লাগছে। আমরা গর্বিত।

Related News

Back to top button