ইসলামপুর

শিশু শ্রম বন্ধে অভিযান,  লাইন হোটেল থেকে উদ্ধার পাঁচ শিশু শ্রমিক

শিশু শ্রম বন্ধে অভিযান, লাইন হোটেল থেকে উদ্ধার পাঁচ শিশু শ্রমিক

Bengal Live ইসলামপুরঃ বিভিন্ন হোটেল, গ্যারেজে অভিযান চালিয়ে পাঁচজন শিশুকে উদ্ধার করল জেলা শ্রম দপ্তর। মঙ্গলবার দিনভর এই অভিযান চলে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে। পাঁচ শিশু শ্রমিককে উদ্ধার করে এদিন ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ওই শিশুদের চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বেশ কিছুদিন থেকেই ইসলামপুরে শিশুদের দিয়ে শ্রম করানোর অভিযোগ উঠছিল ৩১ নম্বর জাতীয় সড়ক লাগোয়া একাধিক হোটেল, রেস্টুরেন্ট ও মোটর গ্যারেজের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার শ্রম দপ্তর ও ইসলামপুর থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে পাঁচজন শিশুকে উদ্ধার করে। জানা গেছে, চারটি দোকানে হানা দিয়ে ওই পাঁচ শিশু শ্রমিককে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে দপ্তর সূত্রে খবর।

শিশু শ্রম রুখতে উত্তর দিনাজপুর জেলা জুড়ে অভিযান চালাবে জেলা শ্রম দপ্তর। পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে বৈঠকের মাধ্যমে সচেতনতা গড়ে তোলার কাজও করা হবে বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলার ডেপুটি লেবার কমিশনার সোমনাথ রায়।

Related News

Back to top button