
Bengal Live রায়গঞ্জঃ এক গৃহস্থের বাড়িতে ডাকাতি করতে এসে ব্যর্থ হয়ে বোমার ব্যাগ ফেলে পালালো দুষ্কৃতীরা। পালানোর সময় কয়েক রাউন্ড গুলিও ছোড়ে ডাকাতাদল বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে সোমবার মাঝরাতে বিহার সংলগ্ন উত্তর দিনাজপুর জেলার কানকি থানার হাটোয়ার গ্রামে। ঘটনাস্থল থেকে দুটি বোমা উদ্ধার করেছে কানকি ফাঁড়ির পুলিশ৷ বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে শিলিগুড়ির বোম স্কোয়াডকে। ঘটনার তদন্ত শুরু করেছে কানকি ফাঁড়ির পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার কানকি ফাঁড়ির বিহার সংলগ্ন হাটোয়ার গ্রামের বাসিন্দা মুক্তার আলমের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় একদল দুষ্কৃতী৷ ইতিমধ্যে বিষয়টি টের পেয়ে যান গ্রামের বাসিন্দারা। এরপর গ্রামবাসীরা মুক্তার আলমের বাড়িতে ডাকাতদলকে ঘেরাও করতে এলে ডাকাতদল গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।
এদিকে পালিয়ে যাওয়ার সময় একটি ব্যাগ ফেলে রেখে যায় ডাকাতদল। ব্যাগে দুটি বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা৷ খবর দেওয়া হয় কানকি ফাঁড়ির পুলিশকে৷ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তের পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।