Nblive অপরাজিতা জোয়ারদারঃ প্রয়াত হলেন বাংলাদেশ তথা বাংলা গানের জগতের বিখ্যাত মুখ, এই উপমহাদেশের অন্যতম জনপ্রিয় সঙ্গিত শিল্পী আয়ুব বাচ্চু। তাঁর গাওয়া “সেই তুমি কেন” আজও অসংখ্য ভালোবাসার আবেগের সাথে সম্পৃক্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৬ বছর। একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পীর পাশাপাশি তিনি ছিলেন লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার। এল আর বি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং ভোকাল বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় মানুষ।
তিনি দশ বছর সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট হিসেবে যুক্ত ছিলেন।১৯৭৮ সালে তাঁর প্রথম সঙ্গীতের যাত্রা শুরু হয় ফিলিংসের মাধ্যমে। আজ সকাল ৮:৩০ বাংলাদেশের ঢাকার স্কয়ার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই জনপ্রিয় সঙ্গীতশিল্পী।