Nblive রায়গঞ্জঃ ঔষুধ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের এফসিআই মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃত ব্যক্তির নাম দীপক দাস, তাঁর বাড়ি হাইরোড কালীতলা এলাকায়। দুর্ঘটনার পরেই উত্তেজিত স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে দেয়। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘাতক লড়িটিকে আটক করলেও চালক পলাতক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের হাইরোড কালীতলার বাসিন্দা দীপক দাস ঔষুধ কিনে জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। এফসিআই মোড় এলাকায় মালদাগামী একটি পণ্যবাহী ট্রাক দীপককে ধাক্কা মাড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে এলাকায়। উত্তেজিত বাসিন্দারা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিযোগ, এলাকায় ডিউটিতে থাকা সিভিক ভলেন্টিয়রেরা কোনও কাজই করেনা। তাদের কাজের গাফিলতির কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ ঘাতক লড়িটিকে আটক করতে পারলেও চালক পলাতক। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।