Archiveরায়গঞ্জ

খাদ্যে বিষক্রিয়া, মৃত এক, চিকিৎসাধীন ৭

NBlive কালিয়াগঞ্জঃ খাদ্যে বিষক্রিয়ার জেরে মৃত এক কিশোরী। গুরুতর অসুস্থ একই পরিবারের ৭ জন। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধিনপুর গ্রামে। অসুস্থদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, অধিনপুর গ্রামের বাসিন্দা রামজী রবিদাসের বাড়িতে রবিবার রাতে নৈশভোজের পর এদিন ভোর রাত থেকে পরিবারের সকলেই কমবেশি অসুস্থ হয়ে পড়েন।

পেটের নানানরকম রোগ দেখা দিতে থাকে। ক্রমেই পরিস্থিতির অবনতি ঘটলে অসুস্থদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বাকিদের তুলনায় কিছুটা কম অসুস্থ হওয়ায় রামজী রবিদাসের ভাগ্নিকে বাড়িতেই রাখা হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে তারও শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের নিয়ে পাঠিয়েছে। এদিকে পরিস্থিতির উপর নজর রাখছে জেলা স্বাস্থ্য দফতর।

Related News

Back to top button