Archiveরায়গঞ্জ

পাচারের আগেই বিপুল পরিমাণ জালমদ উদ্ধার

NBlive রায়গঞ্জঃ জাল মদ পাচার করার আগেই পুলিশের জালে দুই পাচারকারী। উদ্ধার প্রায় চার লক্ষ টাকার জাল বিদেশি মদ। ঘটনা চাকুলিয়া থানার রামপুর এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কের উপরে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জাতীয় সড়কে নাকা চেকিং চলাকালীন চাকুলিয়া থানার ওসি দিলীপ রায়ের নেতৃত্বে ওই একটি গাড়িকে আটক করে বিপুল পরিমাণ জাল মদ উদ্ধার হয়।

৫২টি বাক্সে মোট ১৩৯২টি বোতল ভর্তি জাল মদ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। ধৃত দুই বিহারের কিষানগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে। পাঞ্জিপাড়া থেকে বিহারে ওই জাল মদ পাচার করা হচ্ছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। ধৃতদের শুক্রবার ইসলামপুর আদালতে তোলা হবে।

Related News

Back to top button