NBlive রায়গঞ্জঃ আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দুইদিনে মৌসুমি বায়ুর শক্তি বৃদ্ধি হবে উত্তরবঙ্গের জেলা গুলিতে। দার্জিলিং, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বৃষ্টির দাপট থাকবে। তবে মৌসুমিবায়ুর সক্রিয়তা ও বঙ্গোপসাগর সাগরের উপর ঘূর্ণাবর্তের জেরে আপাতত রাজ্য জুড়ে বৃষ্টি হলেও আগামী পাঁচ দিনের মধ্যে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানা গেছে।