Archiveরায়গঞ্জ

রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের শৌচালয় থেকে পলাতক কয়েদী

NBlive রায়গঞ্জঃ রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের শৌচালয় থেকে পলাতক এক বিচারাধীন বন্দী। পুলিশ সূত্রে জানা গেছে , কালিয়াচকের বাসিন্দা রফিকুল শেখ এদিন শৌচকর্ম করতে যাওয়ার নাম করে শৌচালয়ের ফলস সিলিং খুলে পালিয়ে যায়। ঘটনার তদন্তে সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছেছে জেলার উচ্চপদস্থ পুলিশ কর্তারা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলে।

জানা গেছে, মালদা জেলা সংশোধনাগার থেকে ১১ মাস আগেই রায়গঞ্জ সংশোধনাগারে নিয়ে আসা হয়েছিল রফিকুলকে। এরপর আগামী বৃহস্পতিবার হাসপাতালেই রফিকুলের হার্নিয়া অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই পলাতক সে। পুলিশ সূত্রে খবর এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ হাসপাতালের শৌচলয়ের ফলস সিলিং খুলে চম্পট দেয় রফিকুল। পুল্কশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের জানুয়ারি মাসে মাদক দ্রব্য পাচার করার অপরাধে গ্রেফতার হয়েছিল রফিকুল।

এদিকে এই খবর পেতেই জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি, রায়গঞ্জ থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় হাসপাতালে। কয়েদি সেলের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জামা গেছে। ঘটনার তদন্ত এবং ওই আসামীর খোঁজ শুরু করেছে পুলিশ।

Related News

Back to top button