Archiveরায়গঞ্জ

বৃষ্টি উপেক্ষা করেই ভোট গ্রহণ শুরু রায়গঞ্জে

NBlive রায়গঞ্জঃ ভোর রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে রায়গঞ্জে। সকাল হতেই ফের অন্ধকার নেমে এসেছে শহরও গ্রামে। তবে বৃষ্টিকে উপেক্ষা করেই ভোট কেন্দ্রে পৌঁছেছেন সাধারণ ভোটাররা।

উত্তর দিনাজপুর জেলায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ৯৮টি গ্রাম পঞ্চায়েতে রয়েছে ১৬৪৯টি আসন। ৯টি পঞ্চায়েত সমিতিতে রয়েছে ২৮৭টি আসন। এবং একটি জেলা পরিষদে রয়েছে ২৬টি আসন।

উত্তর দিনাজপুর জেলার ১৮২৮ টি ভোটগ্রহণ কেন্দ্রে ১২০০০ ভোটকর্মী কর্মরত বলে প্রশাসন সূত্রে খবর। দার্জিলিঙ জেলা থেকেও আনা হয়েছে ভোটকর্মী। জেলায় মোট ভোটার রয়েছেন ১৮ লক্ষ ১১ হাজার ৭৩৪ জন।
গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে এই জেলায় লড়াই করছেন যথাক্রমে ৫৯৫৯জন, ১৩৯০জন ও ১৬৬জন প্রার্থী।

Related News

Back to top button