Archiveরায়গঞ্জ

বিজেপির প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ, উত্তেজনা রায়গঞ্জে

NBlive রায়গঞ্জঃ বিজেপির প্রার্থী ও সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রায়গঞ্জের কমলবাড়ি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত উদয়পুর এলাকায়।

বিজেপির অভিযোগ, শুক্রবার গভীর রাতে তৃণমূল দুষ্কৃতীরা বিজেপির প্রার্থী ও সমর্থকদের বাড়িতে হামলা চালায়। ভাঙচুর করে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এলাকার তৃণমূল প্রার্থীর নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ করে বিজেপি।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ। তবে পুলিশ পৌঁছানোর আগেই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Related News

Back to top button