NBlive রায়গঞ্জঃ তৃণমূলের সন্ত্রাস ও পুলিশী হয়রানির প্রতিবাদে ১৩ দফা দাবী নিয়ে জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দিল উত্তর দিনাজপুর জেলা বামফ্রন্ট। বুধবার সকালে পুলিশ সুপার শ্যাম সিংহের দফতরে পৌঁছে স্মারকলিপি জমা দেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক অপূর্ব পাল সহ অন্যান্য জেলা নেতৃত্ব।
অভিযোগ, মনোনয়ন পর্ব শুরু হতেই জেলার নয়টি ব্লকের শাসক দল তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয় দলীয় কর্মীদের। জেলা পরিষদের প্রার্থী আশা পাল ও তাঁর পরিবারকে অপহরণ করে দুষ্কৃতীরা। মনোনয়ন প্রত্যাহাত করতে বাধ্য করা হয় তাঁকে। পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
নেতৃত্বের আরও অভিযোগ, দলীয় প্রার্থীদের জেলার বিভিন্ন থানায় ডেকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে হয়রানি করা হচ্ছে তাঁদের সাথে। পুলিশের কাছে কোনও অভিযোগ জানানোর পরেও তা প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না। অভিযোগ করতে গিয়ে উলটে অভিযোগকারীদেরই মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে।
বামফ্রন্টের জেলা আহ্বায়ক অপূর্ব পাল বলেন, প্রার্থী ও দলীয় কর্মীদের অযথা হয়রানি বন্ধ করা, অভিযোগের সঠিক তদন্ত, সন্ত্রাসের ভয়ে এলাকাছাড়া মানুষদের সুরক্ষা দিয়ে ফিরিয়ে আনা, নির্বাচনের আগে সীমান্ত এলাকা সীল করা, সশস্ত্র বাইকবাহিনীর তৎপরতা বন্ধ করা সহ মোট ১৩ দফা দাবীতে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনের দিন সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন তারজন্য যথোচিত ব্যবস্থা গ্রহণ করার দাবীও জানানো হয়েছে।