‘বিয়োন্ড দা ক্লাউডস’ ছবির প্রোমোশনে এলেন মাজিদ মাজিদি
NBlive অপরাজিতা জোয়ারদারঃ চলতি মাসের ২০ এপ্রিল ভারতে মুক্তি পাবে “বিয়োন্ড দা ক্লাউডস”। আর এই ছবির প্রোমোশনে এবারে সত্যজিৎ রায়ের শহরে এলেন পরিচালক মাজিদ মাজিদি। এদিন মাজিদ মাজিদির সাথে ছিলেন ছবির মূল চরিত্রের অভিনেত্রী মালবিকা মোহনন, ছবির প্রযোজনার দায়িত্বে থাকা জি স্টুডিওজ এর পক্ষে সুজয় কুট্টি, নমহ্ পিকচারস এর পক্ষে স্যারেন মন্ত্রী কেডিয়া ও ছবির অপর গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনেতা তথা বাংলা ছবির খ্যাতনামা পরিচালক গৌতম ঘোষ। ছবির গল্প মুম্বাই এর পটভূমিতে ভাই – আমির (ঈশান খট্টর) ও তার দিদি – তারা ( মালবিকা মোহনন)-র জীবনের আবেগমাখা পথ নিয়ে। ইতিমধ্যেই ছবির ট্রেলার ও এ আর রহমানের কম্পোজিশন নাড়া দিয়েছে দর্শকদের। এর আগে ২০১৫ সালে “মুহাম্মদ – ম্যাসেঞ্জার অফ গড” এ মাজিদ মাজিদির সঙ্গে জুটি বেধেছিলেন এ আর রহমান। ছবির গল্পে আমির ( ঈশান) ড্রাগের নেশায় আচ্ছন্ন হতে চলা ১৯ বছরের ছেলে। দিদি তারা ( মালবিকা) আমিরকে বাঁচাতে জেলে যায়। এই বিপর্যয়ে তাদের জীবনের হতাশা মেঘ যেন আচ্ছন্ন হয়ে আসে। কিন্তু এর পরও কিভাবে নিরাশার মেঘ কাটিয়ে মুক্তির আলো আসে তাদের জীবনে সেই গল্প নিয়েই “বিয়োন্ড দা ক্লাউডস। ২০১৭ সালের ১৩ অক্টোবর বি এফ আই লন্ডন ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হয় এই ছবি। গোয়াতে অনুষ্ঠিত ৪৮ তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়াতেও এই ছবিটি প্রশংসিত হয়। পরিবার ও ভালোবাসা বিজড়িত ভারতের কিছু সাধারণ হৃদয়স্পর্শী গল্পেই যেন আলোকপাত করেছে এই “বিয়োন্ড দা ক্লাউডস”।