রায়গঞ্জ
স্ত্রীকে ছুরি মেরে খুনের চেষ্টা স্বামীর, চাঞ্চল্য রায়গঞ্জে
Nblive রায়গঞ্জঃ বিয়ের সাত মাসের মধ্যেই স্ত্রীকে ছুরি মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার মহারাজ এলাকার লোহাগারা গ্রামে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূ মমতা সোরেনকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, নিজের পছন্দ না থাকলেও বাবা মায়ের পছন্দ করা মেয়ে মমতা সোরেনের সাথে সাত মাস আগে বিয়ে হয় ওই এলাকার বাসিন্দা গুবি হেমব্রমের। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীয়ের মধ্যে বিবাদ লেগেই থাকত। তাই শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যান মমতা।
শনিবার স্ত্রীয়ের সাথে কথা বলতে শ্বশুরবাড়ি যান গুবি। অভিযোগ, কথা বলার মাঝেই আচমকা স্ত্রীকে ছুরি মেরে এলাকা ছেড়ে চম্পট দেয় গুবি। এরপর গুরুতর আহত অবস্থায় মমতাকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তদন্ত শুরু করেছে পুলিশ।