Archiveবিনোদন

গোলাপ দিবস দিয়েই শুরু প্রেম পার্বণের

Nblive অপরাজিতে জোয়ারদারঃ বাংলা ক্যালেন্ডারে পৌষ পার্বণ চলে গেলেও প্রেম পার্বণের সূচনা হল গোলাপ দিবস দিয়ে। ৭ই ফেব্রুয়ারি.. নানা রঙ-এর গোলাপ সম্পর্কের নানা নাম দিয়েছে ভাষার উর্ধ্বে। আগামী সপ্তাহটা ভালোবেসেই কাটাবেন প্রেমিক প্রেমিকারা। ১৪ ই ফেব্রুয়ারির জন্য প্রেমিক যুগল সারা বছর যেন অধীর অপেক্ষারত। আর আপনি যদি হন নতুন প্রেমে পড়া কেউ তাহলে তো কথাই নেই।

কাছের মানুষটির জন্য শ্রেষ্ঠ গোলাপটি খুঁজে পেতে মরিয়া হয়ে এ দোকান সে দোকান ঘুরছেন আপনি। কিন্তু ভালোবেসে শুধু একদিন গোলাপ না দিয়ে যদি সারা বছর দেন গোলাপ! কেমন হবে বলুন তো! কেউ হয়তো বলবেন – অতিরিক্ত, কেউ হয়ত বলবেন বিলাসিতা, আবার কেউ বলবেন ‘ খেপেছেন নাকি!’। আরে না না, গোলাপ কিন্তু মোটেই বাজে খরচ নয়। কাছের মানুষের হাতে গোলাপ যতটা শোভনীয়, খাদ্যগুণেও কিন্তু ততটাই এগিয়ে গোলাপ। তাই খুব আনরোমান্টিক মানুষদের বলা যেতেই পারে যে, গোলাপ “খায় ও মাথায়ও দেয়”। চলুন জেনে নিই গোলাপের কিছু গুণাবলী।

১) ওজন কমাতে জুড়ি মেলা ভার গোলাপের। জলে গোলাপের পাপড়ি মেশান বা গোলাপের পাপড়ি ও মেথি পেস্ট করে ব্যবহার করুন। মেটাবোলিজম বাড়াতে ও এক্সট্রা ক্যালোরি কমাতে এটি সাহায্য করবে।
২)ত্বকের পক্ষে ভীষণ উপকারী গোলাপ। জলে গোলাপের পাপড়ি ভিজিয়ে পেস্ট করে মাখুন। ব্রণ বা নির্জীব ত্বক থেকে রেহাই পাবে।
৩)গোলাপের পাপড়ি রেডিমেড অ্যাস্ট্রিজেন-এর তুলনায় অনেক উপকারী। ত্বকের রোমকূপ ছোটো করে গোলাপ।
৪)স্ট্রেস কমানোর ক্ষেত্রে গোলাপ ভীষণ উপকারী। সারাদিনের কাজ শেষে স্নানের জলে গোলাপের পাপড়ি মন মেজাজ ভালো করবেই করবে।
তাই প্রেমপার্বণ উপভোগ করুন গোলাপের সাথে। তা যে যাই বলুক।

Related News

Back to top button