Nblive রায়গঞ্জঃ আজ বিদায়। দেখতে দেখতে চারটা দিনের অবসান। আবার “আসছে বছর”- এর অপেক্ষা।
এই চারটা দিনের জন্য বছর ভর অপেক্ষা, দিন গোনা, সাজাগোজা, কেনাকাটা – কিন্তু যেন মনে হয় নিমেষেই দিনগুলো চলে যায়।
মনখারাপ জড়িয়ে ধরে, ইচ্ছে করে “যেতে নাহি দিব”। কিন্তু প্রত্যেক বছরের মতই উমা কে বিদায় দিতে হয়। ছেলে-মেয়েকে নিয়ে উমা পাড়ি দেয় কৈলাশে, আর আমাদের মাখিয়ে দেয় স্মৃতির প্রলেপ।
সারা বছরের জমানো আনন্দ, হুল্লোড়, ফূর্তি – সব চারদিনেই শেষ। আবার পরের বছরের জন্য বসে থাকা। পরের বছর পূজা তিথি অনুযায়ী কবে পড়েছে দেখে নিনঃ
ষষ্ঠী— ১৫ অক্টোবর, সোমবার
সপ্তমী— ১৬ অক্টোবর, মঙ্গলবার
অষ্টমী— ১৭ অক্টোবর, বুধবার
নবমী— ১৮ অক্টোবর, বৃহস্পতিবার
দশমী— ১৯ অক্টোবর, শুক্রবার