Archiveপোর্টজিন

বর্ষা ভেজা বিকেল বেলায় একমুঠো রোদ হৃদ্ উঠোনে

Nblive ইসলামপুর: প্রতিটি লেখকের হৃদয়ে যেন সাহিত্যের ভাবনা সঞ্চারিত করলো এক মুঠো রোদ।বর্ষা বিকেলের এক আনমনা মুহুর্তে সেই রোদ ছড়িয়ে পড়লো সকলের মননে।এমনই এক আসর বসেছিল রবিবার ইসলামপুরের টাউন লাইব্রেরী হলে।আয়োজক এক মুঠো রোদ নামে সাহিত্য পত্রিকা।শ্রেয়সী দাসের উদ্বোধনী সংগীতের পর শুরু হয় সাহিত্য বিষয়ক আলোচনা চক্র।ওই পর্বে সমাজ চেতনা বিষযক আলোচনায় অংশ নেন শিলিগুড়ির বিশিষ্ট লেখক অশেষ দাস।তাঁর আলোচনায় উঠে আসে উত্তরবঙ্গের সাহিত্যের নানান ঐতিহাসিক প্রেক্ষাপট।চর্যাপদে বাঙালি কবিদের ভূমিকা নিয়েও আলোকপাত করেন অশেষ দাস।রবীন্দ্রনাথ ঠাকুরের পৃথিবী কবিতার কথাও প্রাসঙ্গিক ভাবে উল্লেখ করেন তিনি। পাশাপাশি জীবনে জীবনানন্দ বিষয়ক আলোচনা চক্রে অংশ নেন শিক্ষক সন্দীপ ভট্টাচার্য।জীবনানন্দ যে এখনও কতটা প্রাসঙ্গিক তার উল্লেখ বার বার তার আলোচনায় উঠে আসে।বাংলা সাহিত্যে জীবনানন্দের ভূমিকা নিয়েও আলোকপাত করেন আলোচক। জীবনানন্দের একাধিক কবিতার পংক্তি উল্লেখ করে তার বিশ্লেষণাত্মক পটভূমি তুলে ধরেন তিনি।<br>
অন্যদিকে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অমরেশ চন্দ্র বণিক।মনোনীতা চক্রবর্তীর কবিতা গান হয়ে ওঠে তাঁর কণ্ঠে । মঞ্চে এক মুঠো রোদ নামে ওই সাহিত্য পত্রিকার বিশেষ সংখ্যার প্রকাশ হয় আনুষ্ঠানিক ভাবে। প্রকাশ পর্বে ছিলেন প্রকাশিকা মৃদুলা শিকদার।মঞ্চে সভাপতি হিসেবে নিশিকান্ত সিনহার পাশাপাশি অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিশিষ্ট লেখক অরুন চক্রবর্তী,দীপা চৌধুরী,শিলিগুড়ির বিশিষ্ট লেখক সজল গুহ,বিবেক কবিরাজ,অশেষ দাস,এবং ইসলামপুরের অরুনেশ্বর দাস।অন্যান্যদের মধ্যে সাহিত্য পাঠে অংশ নেন সুশ্বেতা বোস, শিপ্রা পাল,নুরুল হাসান,ডঃ বাসুদেব রায়,ভবেশ দাস, বাণী প্রসাদ নাগ প্রমুখ।স্থানীয় ও বহিরাগত প্রায় পঞ্চাশ জন কবি এদিন কবিতা পাঠ করেন।উপস্থিত হয়েছিলেন বিহারের কিশনগঞ্জ জেলার লেখক আশীষ ঘোষ।অনুষ্ঠানটি সুচারু ভাবে সঞ্চালনা করেন জব্বার আলি।এক মুঠো রোদ সাহিত্য পত্রিকার সম্পাদক প্রসূন শিকদার জানান,স্বরচিত কবিতা পাঠের পাশাপাশি সেমিনারের মাধ্যমে এই জেলার সাহিত্য ক্ষেত্র যাতে সমৃদ্ধ হয় তার জন্যই এই প্রয়াস।

Related News

Back to top button