Archiveপোর্টজিন

শ্রুতি মঞ্জিলের আয়োজনে সরস আলোচনায় উঠে এল বঙ্কিম সাহিত্যের নানা রূপকথা

Nblive ইসলামপুর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য ভাবনার বিশ্লেষণাত্মক রূপ উঠে এলো তাঁরই ১৮০তম জন্মদিনের অনুষ্ঠানে।২৭-এ জুন শ্রুতি মঞ্জিলের আয়োজনে এমনই আসর বসেছিল ইসলামপুরের নেতাজী পল্লীতে।শিক্ষিকা জয়া ভট্টাচার্যের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠান যেন প্রাসঙ্গিক এবং যথাযথ।সাহিত্য সম্রাটের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি নিশিকান্ত সিনহা।সাহিত্যিকের নানান দিক নিয়ে আলোচনা করেন তপতী শিকদার।বঙ্কিমচন্দ্রের উপন্যাসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন শিক্ষিকা জয়া ভট্টাচার্য।অনেক না জানা তথ্যের উদঘাটন করেন সম্পা শেঠ।বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান তুলে ধরেন সঞ্চিতা চৌধুরী ।সাহিত্য রচনার পাশাপাশি বঙ্কিমচন্দ্রের অনেক হাস্যরসাত্মক বিষয় মাঝে মাঝেই আসে এদিনের সঞ্চালক মিঠুন দত্তের পরিবেশনায়।উঠে আসে বঙ্কিমচন্দ্রের লেখা কবিতাও।সাহিত্যিকের নারী ভাবনা নিয়ে উদ্ধৃতির উল্লেখ করেন মৃদুলা সিকদার।বঙ্কিমচন্দ্রের লেখা উপন্যাস বিষবৃক্ষে যিনি সহ অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি অর্থাৎ শিপ্রা রায় উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে।তিনি ছায়াছবির বিভিন্ন দিক তুলে ধরেন।একক আবৃত্তি শোনান কৌশল বিশ্বাস।বঙ্কিম চন্দ্রের উপন্যাসের সঙ্গে প্রথম পরিচয়ের অনুভৰ তুলে ধরেন কবি নিশিকান্ত সিনহা।

Related News

Back to top button